চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়নে কোন কোন কলেজ নাই। এতে শিক্ষার মান ব্যহত হচ্ছে। এই ইউনিয়নে একটি কলেজের আত্যান্ত প্রয়োজন যা এই ইউনিয়ন বাসির দীর্ঘ দিনের দাবি । তাছাড়া শিক্ষা সংস্কুতিতে এই ইউনিয়নের অবদান আত্যাধিক। এই ইউনিয়ন বাসি আশা করে খুব অল্প সময়ে এখানে একটি কলেজ স্থাপন কার হবে এতে শিক্ষা বিস্তারে বিশেষ আবদান রাখবে।